Wellcome to National Portal

জেলা খাদ্য নিয়ন্ত্রক, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।

Main Comtent Skiped

সেবার তালিকা
  • দ্রুততম সময়ের মধ্যে  পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের অনুকূলে ফুডগ্রেইন লাইসেন্স ইস্যু করা হয়।
  • চালকলগুলোর অনুকূলে দ্রুততম সময়ের মধ্যে চালকল ও ফুডগ্রেইন লাইসেন্স প্রদান করা হয়।
  • উৎপাদন মৌসুম ভিত্তিক প্রকৃত কৃষকদের নিকট হতে সরাসরি  ধান ও গম এবং লাইসেন্সধারী চালকল মালিকদের নিকট থেকে  চুক্তির মাধ্যমে চাল সংগ্রহ করা হয়।
  • “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে প্রকৃত কৃষকদের নিকট হতে জেলাধীন ১০ টি এলএসডিতে বোরো ও আমন মৌসুমে ধান ও গম ক্রয় করা হয়।
  • চালকল গুলোর পাক্ষিক মিলিং ক্ষমতার ভিত্তিতে জেলার এলএসডি গুলোতে বোরো ও আমন সংগ্রহ মৌসুমে সরকারি বিনির্দেশ মোতাবেক সিদ্ধ ও আতপ চাল ক্রয় করা হয়।
  • সরকার নির্ধারিত মূল্যে ওএমএস এর মাধ্যমে চাল ও আটা বিক্রির কার্যক্রম পরিচালনা ও তদারকি করা হয়।
  • খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় তালিকাভুক্ত হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম পরিচালনা ও তদারকি করা হয়।
  • প্রত্যেক মাসে ভিজিডি, জিআর ও বিভিন্ন সময়ে ঘোষিত  ভিজিএফ ও অন্যান্য খাতে গুদামগুলো হতে চাল/গম সরবরাহ করা হয়।
  • বিজিবি, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, জেলখানা ইত্যাদি প্রতিষ্ঠানগুলোতে জেলাধীন এলএসডি হতে সরকার নির্ধারিত মূল্যে চাল ও গম সরবরাহ করা হয়।
  • অত্র দপ্তর সহ জেলাধীন ৯ টি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ও ১০ টি এলএসডিতে বর্ণিত সেবা প্রদানের জন্য প্রায় ১০০ জন কর্মকর্তা/কর্মচারী কর্মরত আছেন।